top of page
Search

এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষা | SSC GD Constable Exam

খুব শীঘ্রই স্টাফ সিলেকশন কমিশনের তরফে জিডি কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে, যেখানে প্রায় ৮৫ হাজার শুন্যপদ থাকার সম্ভাবনা রয়েছে। যোগ্যতা, বেতন, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিম্নে আলোচনা করা হলো।


OFFICIAL LINK :- ssc.nic.in


পদের নাম :

জিডি কনস্টেবল (General Duty (GD) Constable)।

শিক্ষাগত যোগ্যতা :

যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে।

বয়সসীমা :

আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

বেতন :

মাসিক বেতন ২১,৭০০/- টাকা থেকে ৬৯,১০০/- টাকা পর্যন্ত।

নিয়োগ পদ্ধতি :
  • কম্পিউটার নির্ভর পরীক্ষা

  • শারীরিক দক্ষতা পরীক্ষা

  • শারীরিক পরিমাপ পরীক্ষা

  • মেডিক্যাল টেস্ট

আবেদন পদ্ধতি :

অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন মূল্য :

আবেদন মূল্য ১০০/- টাকা; তবে মহিলা ও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের আবেদনের জন্য কোনোরকম টাকা লাগবে না।

 
 
 

Comments


bottom of page